Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

বিআরডিবি’র ভিশন

 

‘‘গ্রাম উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল,ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধ বাংলাদেশ ’’

 

বিআরডিবি’র  মিশন

 

দ্বি-সত্মর সমবায় পদ্ধতির মাধ্যমে দেশের পল্লী এলাকায় বিদ্যমান মানব ও বস্ত্তুগত সম্পদেও সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা।

পল্লী এলাকার জনগোষ্ঠিকে সমবায় সমিতি/ দলের মাধ্যমে শৃঙখলাবদ্ধ ও সুসংগঠিত কওে মানব অবকাঠামো সৃষ্টি করা।

কৃষি ও অকৃষি কর্মকান্ডে ঋণ প্রবাহের মাধ্যমে পল্লীলোকালয় কর্মসংস্থান সৃষ্টি করা।

সঞ্চয় ও শেয়ার জমার মাধ্যমে পল্লী এলাকার সম্পদকে পুঞ্জিভুত/সচল করা।

চাহিদা মাফিক প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরনের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করা।

স্থানীয় পর্যায়ে পরিকল্পনা ও জনঅংশদারিতব নিশ্চিত করা।

উন্নয়ন কর্মকান্ড ও ক্ষমতায়নে নারী সমাজকে সম্পক্ত করা।

 

উপজেলা পর্যায়( উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়)

পল্লীতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্য শ্রেনী ও পেশাভিত্তিক সংগঠন তৈরিতে সহযোগিতা প্রদান।

উপকারভোগী সদস্যদেও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য উপজেলায় বাসত্মবায়নাধীন যাবতীয় প্রকল্প/কর্মসুচী বাসত্মবায়ন ।

দরিদ্র জনগোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠনে সদস্যদের উদ্বুদ্ধ করা ।

উৎপাদনমুখী ও আয়বৃদ্ধিমুলক কর্মকান্ড বাসত্মবায়নকল্পে ঋণ মঞ্জুরী, বিতরন ও আদায় কার্যক্রম পরিচালনা করা ।

আনুষ্ঠানিক সমিতি ও অনানুষ্ঠানিক দল গানপুর্বক সদস্যদেও ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা করা ।

উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা  বৃদ্ধিও জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণের আযোজন করা ।

ইপ্সিত জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিতকল্পে উপজেলায় ব্যাপ্ত সকল কার্যক্রম বাসত্মবায়ন ও যথাযথভাবে তদারকি করা ।

উপকারভোগী সদস্যদেরও অন্যান্য জাতিগঠনমুলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষ্য আন্তবিভাগীয় সমন্বয় সাধন করা ।

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য সেচ যন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপন ,স্যানিটেশনসহ নানামুখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা করা ।

সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পঁজি গঠন করা ।

সমিতির সদস্যগণকে সহজ শর্তে কৃষি উপকরনের( সার,বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি )জন্য ঋণ প্রদান করা ।

সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরনের সুযোগ সৃষ্টি এবং ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করা ।

নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা  বৃদ্ধি, নারনির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মুলে সচেতনতা

 

 

সৃষ্টিতে উদ্যোগ গ্রহন করা ।

সদস্যদের বয়স্ক শিক্ষা,স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা  ইত্যাতি বিষয়ে পরামর্শ প্রদান করা ।

বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকল্পে পরামর্শ ও সহযোগিতা করা ।

অস্বচছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদেও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নামমাত্র সেবামুল্যে ঋণ প্রদান করা ।

 

 

গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক  উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে  সম্পৃক্ত করা ।

এ কার্যালয়ের কোন কর্মকর্তা /কর্মচারীর বিরম্নদ্ধে অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার নিকট উথত্মাপিত হলে তার প্রতিকার করা ।